4:43 AM, 13 November, 2025

কবি রোমানা আক্তার ইথা’র কবিতা ”আমি বর্তমান”

inbound5674632802572627555

আমি বর্তমান
রোমানা আক্তার ইথা

দুয়ারে দাঁড়িয়ে আলোকবর্তিকা
স্বাগতম হে ভবিষ্যৎ,
আসবে বলে ধরনীর বুকে
বর্তিকার মহা উৎসব।

আমি বর্তমান
তাই মোনের দুয়ারে বর্তিকা ধরি
পরিত্যাগ করি সেই পথ,
যেখানে আছে অনাকাঙ্খিত,
শত আঁধারের কলরব।
সব বাঁধা দূর করে
সত্য বর্তিকা জ্বেলে গড়বো ভবিষ্যৎ।

1 thought on “কবি রোমানা আক্তার ইথা’র কবিতা ”আমি বর্তমান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *