আমি বর্তমান
রোমানা আক্তার ইথা
দুয়ারে দাঁড়িয়ে আলোকবর্তিকা
স্বাগতম হে ভবিষ্যৎ,
আসবে বলে ধরনীর বুকে
বর্তিকার মহা উৎসব।
আমি বর্তমান
তাই মোনের দুয়ারে বর্তিকা ধরি
পরিত্যাগ করি সেই পথ,
যেখানে আছে অনাকাঙ্খিত,
শত আঁধারের কলরব।
সব বাঁধা দূর করে
সত্য বর্তিকা জ্বেলে গড়বো ভবিষ্যৎ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম