12:29 AM, 13 November, 2025

ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সংবর্ধনা প্রদান

inbound1348950397074175746
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১ এর সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী ৫০ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ, ভূঞাপুর শাখার সভাপতি সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।

মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ নিয়ে আলোচনায় অংশ নেন ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মিঞা (বীরপ্রতীক), ৭১ এর কোম্পানি কমান্ডার ও লেখক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আবদুস সালাম, ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (বীরপ্রতীক)।

বক্তব্য রাখেন- বেসামরিক কাদেরীয়া বাহিনীর উপ-প্রধান আব্দুল আলীম তালুকদার, অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ আজিজ প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মোঃ মামুন তরফদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *