
মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ, ভূঞাপুর শাখার সভাপতি সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।
মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ নিয়ে আলোচনায় অংশ নেন ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মিঞা (বীরপ্রতীক), ৭১ এর কোম্পানি কমান্ডার ও লেখক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আবদুস সালাম, ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (বীরপ্রতীক)।
বক্তব্য রাখেন- বেসামরিক কাদেরীয়া বাহিনীর উপ-প্রধান আব্দুল আলীম তালুকদার, অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ আজিজ প্রমুখ।
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মোঃ মামুন তরফদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম