9:54 PM, 12 November, 2025

সিপিবির ভেটারেন কমরেড সম্মাননা পেলেন হেলন চৌধুরী

received_1035173354010099

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেসে প্রদানকৃত ভেটারেন কমরেড সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা কমরেড চৌধুরী ফজলে খোদা হেলন এর হাতে। আজ রোববার সিপিবি ঠাকুগাঁও জেলা কার্যালয়ে জেলা কমিটির সভায় সম্মাননা তুলে দেন জেলা নেতৃবৃন্দ। গত ২৫-২৮ ফেব্রুয়ারি ঢাকায় সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে পার্টির জেলা পর্যায়ে নানা অবদানের জন্য হেলন চৌধুরীকে ভেটারেন কমরেড সম্মাননা প্রদান করা হয়। অসুস্থতা জনিত কারনে কংগ্রেসে যেতে না পারায় প্রতিনিধিরা সম্মাননা স্মারক ও সনদ নিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, সহ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সম্পাদক মন্ডলির সদস্য চৌধুরী আনোয়ার হোসেন, আবেদ হোসেন, সৈয়দ মিজানুর রহমান, সদস্য ইসমাইল আলী, আব্দুল মান্নান, অধ্যাপক সাহাবুদ্দিন, সেতারা বেগম, রেজওয়ানুল হক রিজু সহ অন্যান্য সদস্যরা।

1 thought on “সিপিবির ভেটারেন কমরেড সম্মাননা পেলেন হেলন চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *