টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড!

টাঙ্গাইলে ১২ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো.মাজেদুর রহমান (২৬)।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ অক্টোবর বিকেলে ৫টার দিকে মিরপুর মধ্যপাড়া গ্রামের মাজেদুর একই গ্রামের সাদেক আলীর ১২ বছরের মেয়ে শান্তা আক্তারকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ফাঁস হওয়ার ভয়ে মাজেদুর মেয়েটিকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। পরে পাশের একটি ঝোপে তার মরদেহটি ফেলে দেয়। এদিকে শিশু শান্তাকে না পেয়ে তার মা-বাবা খোঁজাখুঁজি করে।
সন্ধ্যার দিকে ওই গ্রামের এক ছোট্ট শিশু শান্তার বাবাকে জানান, শান্তাকে সে মাজেদুরের সঙ্গে কুশাল বাগানে যেতে দেখেছিল। পরে সেখানে গিয়ে দেখে ঝোপের মাঝে শান্তার মরদেহ। এ ঘটনায় ওই দিনই শান্তার বড় ভাই সানি আলম বাদী হয়ে মাজেদুরকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজের দোষ স্বীকার করেন মাজেদুর।
রায় পেয়ে মামলার বাদী সানি আলম বলেন, আমি এ রায়ে অনেকটাই সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকর হোক সেটাই আমার প্রত্যাশা।
নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ বলেন, দুই বছরের মাথায় এ ধর্ষণ হত্যা মামলার রায় হয়েছে। আমরা রাষ্ট্র-পক্ষ সন্তুষ্টি প্রকাশ করছি।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.