গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্যাহত, গ্রেপ্তার ১০

গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্যাহত রয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, ধর্ষনবিরোধী নাটক এবং সন্ধ্যায় আলোর মিছিলের আয়োজন করা হয়েছে। এই ধর্ষণ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে ৬ জনকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে।
তিনজন বিচারক এর পক্ষে যে ৬ জন ধর্ষকের মামলার আসামি রয়েছে তাদের ১৬৪ ধারায় শাস্তি হবে এমনটি জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল।
