1:11 PM, 13 November, 2025

সশরীরে ক্লাস চলবে ২২ ফেব্রুয়ারি থেকে

inbound5171651021669008324

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে। এ ছাড়া অন্যান্য বর্ষের পূর্ব ঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম বলেন, শিক্ষক-শিক্ষার্থীর মতামতের ওপর নির্ভর করে অন্য বর্ষের ক্লাস পরীক্ষা চলমান রয়েছে। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে তাদের জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার যদি জাতীয় ছুটির ঘোষণা দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালেয়ও ছুটি বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *