9:52 PM, 12 November, 2025

রঙ ও তুলির আঁচড়ে ফাতেমা আক্তার ঈশা

inbound2288206017293393841

ছোটবেলা যখন স্কুলে ভর্তি হই, আমাদের চারুকলা একটা বিষয় ছিল। বিষয়টিকে আমি তখন বেশ ভালোই ভয় পেতাম। অন্যান্য পরীক্ষার আগে তো রীতিমতো সব মুখস্ত করে খাতায় লিখে ফেলতাম। কিন্তু চারুকলা বিষয়ে তো খাতায় হাত ঘুরিয়ে শাপলা, লাটিম আঁকতে না পারলে ২৫ নম্বর শেষ। একবার এক পরীক্ষা অনেক খারাপও হলো। পরে, একরকম মন খারাপ থেকে জেদ নিয়ে শুরু করলাম আঁকাআঁকি। আমাদের ওই সময় ড্রইং শেখানোর কোনো শিক্ষক ছিলনা। পরে, বইয়ে আঁকা ছবির উপর ছাপ দিয়ে হাত ঘুরানো থেকে খাতা, বই, দেয়াল, স্কুলের বেঞ্চ কোনো কিছুই বাদ পড়তোনা আমার আঁকা থেকে।

এখন তো ক্যানভাসে নিজের মনের মাধুরী ফুটিয়ে তোলার মধ্যেই বিশাল আনন্দ খুঁজে পাই, সেই ছোটবেলার ভয় পেরিয়ে এখন সেটা প্রিয় শখে পরিণত হয়েছে। এইচএসসির গন্ডি শেষ করে ভর্তিযুদ্ধে নেমে সরকারি মেডিকেলে অল্পের জন্য মিস হলেও, বাবা মা আমাকে ডাক্তার বানাবেই দৃঢ় প্রতিজ্ঞ বলে, প্রাইভেট মেডিকেল এ ভর্তি করবে সিদ্ধান্ত নিলো। আমি যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং তাদের যথাযথ মূল্যায়ন করতে পারি। সকলের দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *