12:52 AM, 13 November, 2025

হোসেনপুরে সড়কের বেহাল অবস্থা

received_279398843218384

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় জিনারী ইউনিয়নের চর হাজিপুরে সড়কের হাজিপুর বাজার থেকে মাস্টার বাড়ী পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে ।

দীর্ঘ কয়েক বছরেও সংস্কারের ছোয়াঁ লাগেনি সড়কটিতে। বর্ষার মৌসুমে বৃষ্টিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে রাস্তাটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। অনেক ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। প্রতিনিয়ত সড়ক দিয়ে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, , কৃষক, বিভিন্ন শিল্প পোল্ট্রি খামারী, সাধারণ পথচারীসহ কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষ যেন সড়কটি বেহাল অবস্থা দেখেও না দেখার ভান করছে উদ্যোগ নিচ্ছে না সংস্কারের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি হাজিপুর বাজার থেকে রহিদ মেম্বারের বাড়ী হয়ে মাস্টার বাড়ী বাইপাস সাবেক ইউপি সদস্য আবুল মনসুরের এলাকার বিভিন্ন স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কয়েক বছর আগে সড়কটির কিছু অংশ সংস্কার হয়ে ছিল। কিন্তু এর পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উন্নয়নের কোন ছোয়াঁ লাগে নি।

স্থানীয় মানুষের অভিযোগ , এ বছর এখনো পর্যন্ত সড়কটি সংস্কার করার কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয় চর হাজিপুর গ্রামের বাসিন্দা জিনারী ইউনিয়ন যুব লীগ সভাপতি প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন জানান, বাজার থেকে সড়কটি যে অবস্থা হয়েছে সাধারন মানুষের চলাফেরা করা কঠিন অসম্ভব হয়ে পড়েছে । যেন সড়কটি দেখে মনে হয় সড়কটির মা-বাবা কেউ নেই তাই আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কার প্রয়োজন।

এ ব্যাপারে হোসেনপুর, উপজেলা চেয়াম্যান, মোহাম্মদ সোহেল এম.কম বলেন, করোনা মহামারিতে অফিস খোলা থাকলেও কার্যক্রম তেমন গতি নেই, করোনা শেষ হউক বিষয়টি দেখবো ইনশাআল্লাহ।

অন্যদিকে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ শেখ মহি উদ্দিন বলেন, সড়কটি অতি শীঘ্রই সংস্কার করার জন্য উপর মহলে বলা হবে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথযাত্রী চলাচলের চরম ভোগান্তি পোহাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *