11:11 PM, 12 November, 2025

গাইবান্ধায় সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর বার্ষিক বিশেষ সংগীতানুষ্ঠান ও বাউল সম্মাননা প্রদান

songit

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে বন্দরের ব্রম্মপুত্র নদের অববাহিকায় বার্ষিক বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর বার্ষিক বিশেষ সংগীতানুষ্ঠানের উদ্ধোধনী ও বাউল সুকুমার সরকারের সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওস্তাদ আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিয়ার রহমান,মো. ছোলাইমান ইসলাম মাষ্টার,মো. জহুরুল হক,প্রবাসে বাংলাদেশী মো. শফিউল ইসলাম,কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি মো. আবদুল মালেক সরকার, সাধারন সম্পাদক বাবু নির্মলেন্দু মহন্ত,কোষাধক্ষ্য মো. আলম স্বর্নকার,যুব সংগঠক আসাদ মামুন দিপু প্রমূখ। পরে কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ আইয়ুব আলী সরকারের উদ্ধোধনী গান পরিবেশনের মধ্যদিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়।

বগুড়া,রংপুর ও সুন্দরগঞ্জের শিল্পীদের মধ্য গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল সুকুমার সরকার,বিধূভূষন সরকার,এম.সাদ্দাম হোসেন পবন,মো. মাইদুল ইসলাম,শিলা আক্তার,মো. বাদশা মিয়া প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের গাইবান্ধা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন মিশুক,দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. রওশন আলম পাপুল,দেশ দর্পন ও রেডিও সারাবেলার প্রতিনিধি সুমন কুমার বর্মন,,সুন্দরগঞ্জের পাচঁপীর বাজারের সংগীত সংগঠক মো.মজনু মিয়া প্রমূখ। বিশেষ সংগীতানুষ্ঠানে দূর-দূরান্ত থেকে হাজারো সংগীত প্রিয় মানুষ সু-শৃংখলা ভাবে অনুষ্ঠান উপভোগ করেন।