1:59 AM, 13 November, 2025

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই জ্বীনের বাদশা কে গ্রেফতার করেছে পুলিশ

jiner badsha

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ দুই জ্বীনের বাদশা ও ইয়াবা কারবারীকে গ্রেফতার হয়েছে।

আজ ২২ এপ্রিল সোমবার দুপুর বেলায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী এলাকা হতে জীনের বাদশা ও মাদক ব্যবসায়ী ১। কাশেম শেখ (৫০) ও ২। ফেরদৌস(৩০) কে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৪৫ হাজার টাকা। ইয়াবাসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জীনের বাদশা ও মাদকের ২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়