আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ দুই জ্বীনের বাদশা ও ইয়াবা কারবারীকে গ্রেফতার হয়েছে।
আজ ২২ এপ্রিল সোমবার দুপুর বেলায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী এলাকা হতে জীনের বাদশা ও মাদক ব্যবসায়ী ১। কাশেম শেখ (৫০) ও ২। ফেরদৌস(৩০) কে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৪৫ হাজার টাকা। ইয়াবাসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জীনের বাদশা ও মাদকের ২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম