12:34 AM, 13 November, 2025
43ccf285-8dcb-4aff-81ee-733b086b2484

ধর্ষক
মনিষা যাদব
———————
ওরা পুরুষ নয়
ওরা ধর্ষক,
ওরা রক্ষক নয়
ওরা ভক্ষক।

ওরা ছোট কিংবা বড় নয়
শুধু নারীর দেহ খুঁজে
নারী তাদের ভোগ বস্তু
লালসা করে চোখ বুজে

ওরা বাজপাখির মতো
সর্বদা থাকে ওতপেতে
শিকার তাদের মাংসপেশি
সদায় থাকে নেশায় মেতে।

ওরা নয় হিংস্র পশু
নয় কোন বিষধর সাপ
ওরা সমাজের কলঙ্ক
সমাজের অভিশাপ ।