
ধর্ষক
মনিষা যাদব
---------------------
ওরা পুরুষ নয়
ওরা ধর্ষক,
ওরা রক্ষক নয়
ওরা ভক্ষক।
ওরা ছোট কিংবা বড় নয়
শুধু নারীর দেহ খুঁজে
নারী তাদের ভোগ বস্তু
লালসা করে চোখ বুজে
ওরা বাজপাখির মতো
সর্বদা থাকে ওতপেতে
শিকার তাদের মাংসপেশি
সদায় থাকে নেশায় মেতে।
ওরা নয় হিংস্র পশু
নয় কোন বিষধর সাপ
ওরা সমাজের কলঙ্ক
সমাজের অভিশাপ ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম