2:18 AM, 13 November, 2025

গত দশকে সাকিব-তামিমদের ছক্কা সংখ্যা কত?

Australia v Bangladesh - ICC Cricket World Cup 2019

NOTTINGHAM, ENGLAND - JUNE 20: Shakib Al-Hasan of Bangladesh plays a shot as Alex Carey of Australia looks on during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Australia and Bangladesh at Trent Bridge on June 20, 2019 in Nottingham, England. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

গত এক দশকে সোনালী সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট। তামিম-সাকিব-মাশরাফি-মুশফিকরা দুর্দান্ত পারফরম্যান্সে দেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। চলুন দেখে নিই, গত এক দশকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন কারা।

তামিম ইকবাল-
দেশসেরা ওপেনার তামিম ইকবাল গত এক দশকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন। তিন ফরম্যাটে তামিম হাঁকিয়েছেন মোট ১৩২টি ছক্কা। এরমধ্যে টেস্টে  ৩৪টি, ওয়ানডেতে ৫৮টি ও টি-টুয়েন্টিতে ৪০টি ছক্কা মেরেছেন তামিম। টেস্টে গত এক দশকে সর্বোচ্চ ছক্কা তামিমই হাঁকিয়েছেন।

মুশফিকুর রহীম-
মুশফিকুর রহীমও তামিমের সমান ১৩২ টি ছক্কা হাঁকিয়েছেন। মুশফিক টেস্টে ২৬টি, ওয়ানডেতে ৭৫ ও টি-টুয়েন্টিতে ৩১টি ছক্কা হাঁকিয়েছেন। ওয়ানডেতে মুশফিকের ৭৫ ছক্কা গত এক দশকে বাংলাদেশের সর্বোচ্চ।

মাহমুদউল্লাহ রিয়াদ-
গত এক দশকে বাংলাদেশের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ফরম্যাটে মাহমুদউল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। মাহমুদউল্লাহ টেস্টে হাঁকিয়েছেন ১৩টি ছক্কা। এছাড়া ওয়ানডেতে ৫০টি ও টি-টুয়েন্টিতে ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। গত এক দশকে টি-টুয়েন্টি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক মাহমুদউল্লাহ।

সৌম্য সরকার-
পুরো দশক না খেলেও ছক্কা মারার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। গত এক দশকে সৌম্য মারেন ৭৯টি ছক্কা। এরমধ্যে টেস্টে ৯টি, ওয়ানডেতে ৪২টি ও টি-টুয়েন্টিতে ২৮টি ছক্কা মেরেছেন সৌম্য।

সাকিব আল হাসান-
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল আহসান। গত এক দশকে এ অলরাউন্ডার মেরেছেন ৭৪টি ছক্কা। সাকিব টেস্টে ১৭টি, ওয়ানডেতে ২৫টি ও টি-টুয়েন্টিতে মেরেছেন ৩২টি ছক্কা।