গত এক দশকে সোনালী সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট। তামিম-সাকিব-মাশরাফি-মুশফিকরা দুর্দান্ত পারফরম্যান্সে দেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। চলুন দেখে নিই, গত এক দশকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন কারা।
তামিম ইকবাল-
দেশসেরা ওপেনার তামিম ইকবাল গত এক দশকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন। তিন ফরম্যাটে তামিম হাঁকিয়েছেন মোট ১৩২টি ছক্কা। এরমধ্যে টেস্টে ৩৪টি, ওয়ানডেতে ৫৮টি ও টি-টুয়েন্টিতে ৪০টি ছক্কা মেরেছেন তামিম। টেস্টে গত এক দশকে সর্বোচ্চ ছক্কা তামিমই হাঁকিয়েছেন।
মুশফিকুর রহীম-
মুশফিকুর রহীমও তামিমের সমান ১৩২ টি ছক্কা হাঁকিয়েছেন। মুশফিক টেস্টে ২৬টি, ওয়ানডেতে ৭৫ ও টি-টুয়েন্টিতে ৩১টি ছক্কা হাঁকিয়েছেন। ওয়ানডেতে মুশফিকের ৭৫ ছক্কা গত এক দশকে বাংলাদেশের সর্বোচ্চ।
মাহমুদউল্লাহ রিয়াদ-
গত এক দশকে বাংলাদেশের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ফরম্যাটে মাহমুদউল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। মাহমুদউল্লাহ টেস্টে হাঁকিয়েছেন ১৩টি ছক্কা। এছাড়া ওয়ানডেতে ৫০টি ও টি-টুয়েন্টিতে ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। গত এক দশকে টি-টুয়েন্টি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক মাহমুদউল্লাহ।
সৌম্য সরকার-
পুরো দশক না খেলেও ছক্কা মারার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। গত এক দশকে সৌম্য মারেন ৭৯টি ছক্কা। এরমধ্যে টেস্টে ৯টি, ওয়ানডেতে ৪২টি ও টি-টুয়েন্টিতে ২৮টি ছক্কা মেরেছেন সৌম্য।
সাকিব আল হাসান-
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল আহসান। গত এক দশকে এ অলরাউন্ডার মেরেছেন ৭৪টি ছক্কা। সাকিব টেস্টে ১৭টি, ওয়ানডেতে ২৫টি ও টি-টুয়েন্টিতে মেরেছেন ৩২টি ছক্কা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম