9:59 PM, 12 November, 2025

তিন সিনেমা নিয়ে আসছেন প্রসূন

prasun

তিনটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন অভিনেত্রী ও মডেল প্রসূন আজাদ। চলচ্চিত্র তিনটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এবছরই কাজগুলো শেষ করেছেন প্রসূন। প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

মুক্তির অপেক্ষায় থাক প্রসূন অভিনীত চলচ্চিত্রগুলো হলো— নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, রাশিদ পলাশের পরিচালনায় ‘পদ্মাপুরাণ’ এবং নিশীথ সূর্য পরিচালিত ‘পায়রার চিঠি’।

ইতোমধ্যে ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের ‘পাখি’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। যাতে বেশ ভিন্নরূপেই দেখা মিলেছে প্রসূনের। মাদক চোরাকারবারি চরিত্রে অভিনয় করা প্রসূনকে এখানে দেখা যাবে বেশ স্থূলকায় নারীর বেশে।

এ প্রসঙ্গে প্রসূন বলেন, ‘এ চরিত্রের জন্য এমন চেহারাটাই দরকার ছিলো। আমি এখনো একটু মুটিয়ে আছি। এভাবেই থাকতে চাই।’

তার ভাষ্য, ‘নায়িকাদের শুধু স্লিম থাকতে হবে, এমন একটা ট্রেন্ড হয়ে গেছে। আমি আমার মতো আছি। এটার মধ্যে যদি কেউ আমাকে নিয়ে কাজ করতে চায় তাহলে আমি নিয়মিত অভিনয় করবো।’

নির্মাতা রাশিদ পলাশ এ প্রসঙ্গে জানান, তিনিও এমনটাই চাচ্ছিলেন। চরিত্রটির সাথে প্রসূনের মিল পাওয়ার জন্যই তাকে এ চরিত্রে নেয়া হয়। পলাশ বলেন, ‘দারুণ অভিনয় করেছেন প্রসূন। বাংলাদেশ-ইন্ডিয়া বর্ডারের মাদক চোরাকারবারীদের মধ্যে প্রধান সে।’

চলচ্চিত্রে প্রসূনের অভিষেক হয় ২০১৪ সালে। সেবছর তার অভিনীত শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ সিনেমাটি মুক্তি পায়। এরপর তিনি ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ নামের চলচ্চিত্রে নিজের মুনশিয়ানার সাক্ষর রেখে প্রশংসিত হন।