3:46 AM, 13 November, 2025

যৌন হয়রানির শিকার হয়েছিলেন জেনিফারও

jennifer-lopez_0

সারা পৃথিবীজুড়েই নানা মাধ্যমের চেনা ভদ্রলোকদের মুখোশ খুলে দিয়েছে ‘হ্যাশট্যাগ মি-টু’ আন্দোলন। যা কাঁপিয়ে দিয়েছে হলিউড-বলিউড। এবার ক্যারিয়ারের শুরুতে নিজের যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। রূপালি দুনিয়ার আড়ালে কী কী ধরনের ঘটনা ঘটে থাকে, সে কথাই সম্প্রতি উল্লেখ করেছেন তিনি।

জেনিফার উল্লেখ করেন, ‘হ্যাশট্যাগ মি-টু’ আন্দোলনের হাত ধরেই বাস্তবে প্রতিবাদ জানানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘অবশেষে আমরা বলতে পেরেছি যে- অনেক হয়েছে, আর নয়।’

বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করতে এসে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এই পুয়ের্তোরিকান। জেনিফারকে এক হলিউড পরিচালক  ‘নগ্ন’ হতে বলেছিলেন। তিনি জেনিফারকে পোশাক খুলে ফেলে, পুরোপুরি নগ্ন হতে বলেন।

এর জবাবে জেনিফার পাল্টা প্রশ্ন করেন, ‘কী দেখতে চান?’ ওই পরিচালক তখন তাকে বক্ষদেশ দেখাতে বলেন। এ বিষয়ে রাজি হন নি জেনিফার। তিনি তখন বলেন, ‘না আপনাকে দেখাবো না, আপনার সঙ্গে সেটেই দেখা হবে।’

নিজের অভিজ্ঞতার আলোকে তিনি জানান, যদি সেদিন চাপের মুখে নতিস্বীকার করতেন, তাহলে এমন যৌন হয়রানি আরো বাড়েতেই থাকতো!