পাকুন্দিয়া জেডিসি পরীক্ষা-২০১৯ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ):
আজ (বুধবার) পাকুন্দিয়ার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসায় সুষ্ঠু ও মনোরম পরিবেশের জেডিসি পরীক্ষা-২০১৯ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সাইফুল আলম।
জেডিসি পরীক্ষা-২০১৯ সুষ্ঠু ও মনোরম পরিবেশে নেওয়ার জন্য আজকের মতবিনিময় সভায় অত্র উপজেলার কেন্দ্রীয় কমিটির কেন্দ্র সচিব, সহকারি কেন্দ্র সচিব ও হল সুপারের মধ্যে মতবিনিময় এবং উপজেলার সকল প্রতিষ্ঠান হতে আগত প্রত্যবেক্ষকগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান।
কক্ষ প্রত্যবেক্ষকদের প্রতি নির্দেশনা সমূহ: নির্ধারিত সময়ে ৯.৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে, কোন ভাবেই মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না, কক্ষ প্রত্যবেক্ষকগণ হল সুপারের নিকট থেকে প্রয়োজনীয় সংখ্যক কোন উত্তরপত্র এবং অতিরিক্ত উত্তরপত্র স্বাক্ষরলিপি সংগ্রহ করে পরীক্ষা কক্ষে উপস্থিত হবেন, উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় লেখার এবং বৃত্ত ভরাটের নিয়মাবলী বিশেষভাবে বুঝিয়ে দিবেন, পরীক্ষা আরম্ভ হওয়া ১০ মিনিট পূর্বে কক্ষ প্রত্যবেক্ষকগণ পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করবেন, কোনো পরীক্ষার্থী রেজি. কার্ড ও এডমিট কার্ডে গরমিল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিবকে অবহিত করতে হবে, প্রত্যেক কক্ষ প্রত্যবেক্ষকগণ স্বাক্ষর লিপিতে অনুস্বাক্ষর করবেন, কোন কারণে আসন ত্যাগ করতে পারবে না, কক্ষ প্রত্যবেক্ষকগণ হল সুপারের অনুমতি ব্যতীত কোন অবস্থাতেই নির্দিষ্ট স্থান ত্যাগ করা যাবে না, কক্ষ প্রত্যবেক্ষকগণ পরীক্ষার কেন্দ্র কোন বিশৃঙ্খলা দেখা দিলেই তাৎক্ষণিকভাবে তা কেন্দ্রসচিবসহ কেন্দ্রসচিব সম্পর্কে অবহিত করবে, কোন শিক্ষার্থীর বৃত্ত ভরাটে ভুল হলে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিবেন, কোন শিক্ষার্থী অনুমতি ব্যতীত হল ত্যাগ করতে পারবে না, নির্দিষ্ট সময় ব্যতীত হল ত্যাগ করতে পারবে না, নির্দিষ্ট কক্ষ প্রত্যবেক্ষকগণ ছাড়া বাহিরের অন্য কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও অন্যান্য বক্তব্য রাখেন।
সভাপতির সমাপনী বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার মাধ্যমের মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
