2:01 AM, 13 November, 2025

বরিশাল থেকে পালিয়ে আসা দুটি মেয়ে বরগুনাতে আটক।

IMG_20190405_191012
এইচ এম কাওসার, মাদবার বরগুনা প্রতিনিধিঃ

বরিশাল থেকে পালিয়ে আসা খুশি আক্তার ও আননিছা নামে দুই মেয়েকে বরগুনা সদর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ এপ্রিল) ৩টার দিকে উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।

খুশি আক্তার বরিশালের কাউনিয়া থানার ভাসান চর গ্রামের বাসিন্দা কালাম সিকদারের মেয়ে ও আননিছা একই জেলার কোতোয়ালি থানার চরমোনাই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম আলমের মেয়ে।

ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হেনা মোস্তফা জামাল (মিল্টন) জানান, গত দুইদিন ধরে পোটকাখালী গ্রামের রিকশাচালক রাসেলের বাড়িতে আশ্রয়ে ছিলো ওই দুই মেয়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশের সহায়তায় দিনগত রাতে তাদের উদ্ধার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ওই দুই মেয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সকালে থানায় এসে তারা তাদের মেয়েদের নিয়ে যাবেন।