প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০১৯, ৬:৩৩ পি.এম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আনোয়ার হোসেন হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মুধুডাঙ্গী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুইট (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার বেলা অনুমান ১২টার সময় নিজ বাড়িতে পানির মটরে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে গেলে এ ঘটনা ঘটে। নিহত সুইট উপজেলার মুধুডাঙ্গী গ্রামের আইনুল হকের ছেলে এবং ঠাকুরগাঁও কলেজের অর্নাস বর্ষের ছাত্রস্থানীয় সূত্রে জানা গেছে, তাদের জমি চাষ করা মেহেন্দ্র গাড়ি ধোয়ার জন্য পানির পাম্পে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার সুইটের হাতে লেগে এবং সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে রানীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।এ বিষয়ে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজান সরকার বলেন, মৃত্যুর বিষয়টি মোবাইলে শুনেছি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম