নাগরপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের নিয়ে এমপির মতবিনিময় সভা।

মোঃআজাদ মিয়া, নাগরপুর( টাঙ্গাইল):স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইলের নাগরপুরে উন্নয়ন অবকাঠামো নিয়ে উপজেলার সকল চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভা করেন। নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল স্থানীয় সাংসদদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগণ তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন সমস্যার দিক স্থানীয় সাংসদের কাছে তুলে ধরেন। পরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের দিক তুলে ধরে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। এসময় উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও ইউপি চেয়ারম্যারনসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
