গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসদপুর থেকে বিপ্লব বৈরাগী(৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। তিনি মুকসুদপুর উপজেলার কলিগ্রামের পিতিশ বৈরাগীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, রাতের যে কোন সময়ে কলিগ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিপ্লব বৈরাগী । বাড়ির লোকজন ও এলাকাবাসী সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস, আই আলমগীর হোসেন জানান, সকালে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বিপ্লব বৈরাগীর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন জানাযাবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম