
আন্তর্জাতিক ডেস্কঃ আভারী বৃষ্টিপাতে ভারতের পুনেতে দেয়াল ধসে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে পুনের কোন্ধা এলাকায় একটি আবাসিক ভবনের পাশের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের মধ্যে দেয়াল ধসে শ্রমিকদের জন্য নির্মিত একটি ঘরের ওপর পড়ে। বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তুপের নিচে পড়ে রয়েছে।
বৃহস্পতিবার থেকে ভারতের পুনেতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবারও তা অব্যাহত ছিল। শুক্রবার রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আটকে পড়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেছেন, নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম