12:28 AM, 13 November, 2025

বরগুনা আমতলী উপজেলা নির্বাচনে ভোটারদের সব আয়োজন ছিল! ছিল না শুধু ভোটার

এইচ এম কাওসার মাদবার, বরগুনা থেকেঃ
……………………………………………………………
বরগুনার আমতলী উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোটের সব আয়োজন ছিল, ছিলেন না শুধু ভোটার।পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে রোববার আমতলী আমতলী উপজেলার ৬০ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল এক লক্ষ ৪৫ হাজার ৪শত ৪৩ জন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে এর মধ্যে সকালে সাতটি ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন করে এ চিত্রই চোখে পড়ে।
সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৯ দিকে আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের  তালুদার বাজার সেন্টার কেন্দ্র ভোটারের উপস্থিতি পাওয়া যায়নি বলেই চলে।
 
সকাল ১০টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা ভোট কেন্দ্রের ভোট শূন্যদেখা যায়।
সকাল ১০টা ৩০ মিনিটে আমতলী উপজেলার চাওড়া ঘটখালি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের কোনো উপস্থিতি চোখে পড়েনি।
এদিকে সকাল ১১ টা ২০ সময় উপজেলার আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের চন্দ্রা ভোট কেন্দ্র দেখা গেলেও সেখানকার একটি বুথে ৪০৪টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার।
কিন্তু অন্য বুথে ৩ ঘণ্টায় ১০০ বা ভোটই পড়েনি এমনটি জানিয়েছেন কর্তৃব্যরত পোলিং এজেন্ট।
এদিকে পূর্ব কেওয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটারের চোখ পড়ার মত দেখা মেলিনি। তবে পাঁচ শতাধিক ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রিসাইডিং অফিসার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান ও ভোটের সব সরঞ্জাম থাকার পরও এসব কেন্দ্রে ভোট দিতে না আসায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ, আমতলী উপজেলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন করে প্রার্থী লড়ছেন। এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *