মাদক জুয়াসহ সকল ধরণের অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগীতা চাই- পলাশবাড়ীর ওসি মাসুদুর রহমান

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মাসুদার রহমান ও পলাশবাড়ী গোবিন্দগঞ্জ থানা এলাকার দায়িত্ব প্রাপ্ত জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সাথে ১২ মে রবিবার রাতে পলাশবাড়ী থানা কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী থানার পুলিশ অফিসার এস আই তয়ন কুমারের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় থানার নবাগত থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদ্বয়ের দিক নির্দেশনা মোতাবেক মাদক জুয়াসহ সকল ধরণের অপরাধের দমনে কাজ করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন এজন্য সাংবাদিকগণ যে কোন সময় তার কাছে সহসাই আসতে পারবেন বা ফোনে কথা বলতে পারবেন। এবং যে কোন তথ্য নিতে ও দিতে পারবেন। সমাজের সকল ধরণের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগীতা চাই।
এসময় নবাগত অফিসার ইনচার্জকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এনামুল হক মকবুল,পলাশবাড়ী প্রেসক্লাব একাংশের সভাপতি রবিউল হোসেন পাতা,সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু,কার্য নির্বাহী সদস্য নরুল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল,সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম রতন, সহ সভাপতি আমিরুল ইসলাম কবির,সাদেকুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ রানা,সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন, পলাশবাড়ীর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য ও উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান রুবেল , দৈনিক দুরান্ত সংবাদ প্রতিনিধি ফজলার রহমান প্রমুখ। এসময় আরো অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
