মো: কামরুজ্জামান বাবু, কুমিল্লা প্রতিনিধি:
দশ ফুট প্রস্থের রাস্তার গড়ে চার ফুট ফুটপাত, আর চার 1ফুট সিএনজি অটোরিকশায় গিজগিজ করে থাকা রাস্তাটা ভীষণ ভোগান্তি দিচ্ছে কুমিল্লার দেবিদ্বারবাসীদের। আটবার এই চান্দিনা থেকে দেবিদ্বার রাস্তাটি মেরামত করা হয়েছে কিন্তু যথাযথ মেরামত না করায় বারবার রাস্তার ইট সলিং সব ক্ষয় হয়ে তা মানুষের ভীষণ ভোগান্তি পোহাতে হয়। এতে সৃষ্টি হয় যানজট,তীব্র হর্ণের আওয়াজ। আশেপাশের হসপিটালগুলোতে রোগীদেরও ভীষণ অসুবিধায় পড়তে হয়।
যানজট কমানোর জন্য কিছু আনসার নিয়োগ দিলেও সেখানে রয়েছে অভিযোগ আর অভিযোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যাম লেগেই থাকে কিন্তু রাস্তা দখলকারী ভ্যানে করে কাপড়, ফলসহ নানাবিধ জিনিসপত্র দিব্যি চালিয়ে যাচ্ছে দাপট নিয়ে। অনেক অভিযোগ করার পরেও প্রশাসনের উদ্যোগে কোনোকিছুরই পরিবর্তন হয়নি। জনপ্রিয় দৈনিক খোলা চোখের প্রশ্নে একজন জানান,”ভাই,এটা নিয়ে যেহেতু প্রশাসনেরই কোনো নজরদারি নেই,সেখানে আমাদের কী-ই বা করার আছে।”
এদিক দিয়ে দেবিদ্বার জিরো পয়েন্টের চত্বর থেকে শুরু করে সুজাত আলী সরকারি কলেজ পর্যন্ত ফুটপাতের দৌরাত্ম্যে অস্থির দেবিদ্বারবাসী।জনগণের একটাই চাওয়া – এই অভিশাপ থেকে যেনো মুক্তি পেতে প্রশাসনের উদ্যোগে সমাধানের চেষ্টা করতে হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম