9:53 PM, 12 November, 2025

মুরাদনগরে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে নৌকার প্রার্থী এটন কাজী

9=6-22 pc

আসন্ন ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নৌকার প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী মোঃ তুফরীজ এটন (এটন কাজী)।
তিনি আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ইউনিয়বাসী’র দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রেরিত বার্তায় এটন কাজী বলেন, নৌকা আমার নির্বাচনী প্রতীক। আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আগামী ১৫ জুন অনুষ্টিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছি।
এটন কাজী অন্য প্রার্থীদেরকে ছাড়িয়ে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নিয়েছেন। ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সম্মতিতে চুড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের। ভোটারদের মধ্যে রয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা কে হবেন জনগণের কাঙ্খিত জনপ্রতিনিধি । এমনটাই আলোচনা রাস্তা ঘাটে চায়ের আড্ডায়। ইউনিয়নের বিভিন্ন এলাকায় চায়ের চুমুকে ঘুরে ফিরে নির্বাচনের গুঞ্জন শুরু হয়েছে পুরোদমে।
মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ভোটাররা জানান, হাস্যজ্জল, সৎ, সাহসী, শিক্ষিত, যোগ্য ব্যাক্তি এটন কাজী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। শক্ত অবস্থানেও রয়েছেন তিনি এমন গুঞ্জন পুরোদমে শোনা যায় অত্র ইউনিয়নের ভোটারদের মধ্যে থেকে।
ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসীর কাছে থেকে আস্থার প্রতীক হিসেবে পরিচিত লাভ করছেন তিনি। সৎ, আদর্শ ও ন্যায় নীতির মধ্যে দিয়ে এলাকার মানুষের পাশে থাকাই একমাত্র তার লক্ষ্য। আর এসব কারণেই তার ইউনিয়নের ভোটারাও চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চান।
স্থানীয় ভোটাররা সাংবাদিকদের জানান, ছোটবেলা থেকেই শান্ত শিষ্ট্, ন¤্র-ভদ্র স্বভাবের ছেলে এবং অসহায় হতদরিদ্র মানুষের দু:খ দু’র্দশায় বিপদে-আপদে সর্বদা পাশে থাকেন তিনি। বিবেকের ব্যাকুলতায় নিজ সামর্থ্য অনুযায়ী যখন যেভাবে পারেন অসহায়দের পাশে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে সহয়তার কোমল দু’হাত বাড়িয়ে দেন তিনি।
নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী এটন কাজী বলেন, এবার আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের চাওয়া ও সম্মতিতে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। ভোটারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি এই ইউনিয়নের যে-সকল অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পূর্ন করবো। মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও বিচার বানিজ্য মুক্ত একটি ইউনিয়ন গড়বো। সমাজে সু-স্বাশন প্রতিষ্ঠা করবো। সর্বস্তরের ভোটারদের প্রতি আমার আহ্বান সবাই’র সহযোগিতা পেলে তাদের পাশে থেকে মানুষের সেবা করতে চাই। আগামী ১৫জুন সকল ভোটারদের নিকট নৌকা প্রতীকে ভোট ও সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *