9:53 PM, 12 November, 2025

মুরাদনগরে সোলার সেচ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

FB_IMG_1654368407518

কুমিল্লার মুরাদনগরে সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাইলট প্রকল্পের আওতায় সোলার সেচ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর দক্ষিণ পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোঃ বদরুজ্জামান মুসলিমী।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা
মোঃখলিলুর রহমান, মোঃ সফিকুল ইসলাম, ইউপি সদস্য জহিরুল হক, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ কৃষকগন।
অনুষ্ঠানে বক্তারা সেচ কার্যে নবায়নযোগ্য সৌরশক্তি এবং পানি সাশ্রয়ী সেচ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। সৌরশক্তিচালিত সোলার পাম্প এর বিভিন্ন কারিগরী বিষয় সম্মন্ধে উপস্থিত কৃষক-কৃষানীদের অবহিত করেন। সেচ কাজে সৌরশক্তির ব্যবহার ছাড়াও অন্যান্য গৃহস্থলী কাজ এ সৌরশক্তির (সোলার প্যানেল) এর ব্যবহারের উপরও আলোকপাত করা হয়। কৃষক-কৃষানীরা মাঠ দিবসে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং কৃষক-কৃষানী এ প্রযুক্তি ব্যবহারের উপর আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *