1:59 AM, 13 November, 2025

মুরাদনগরে নববর্ষে মঙ্গল বার্তা নিয়ে মঙ্গল শোভাযাত্রা

Muradnagar 15-04-2022pc1

কুমিল্লার মুরাদনগরে নববর্ষে মঙ্গলবার্তা নিয়ে বের হয় মঙ্গল শোভাযাত্রা। প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় হাজির হয়েছেন শত শত মানুষ। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ করছে সবাই।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, প্রকল্প কর্মকর্তা আবদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার, সায়মা সাবরিন, এস আই হামিদ সহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
মঙ্গল শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এ দেশের মানুষ বাংলা সাংস্কৃতি বুকে লালন পালন করে ভালোবাসেন। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

1 thought on “মুরাদনগরে নববর্ষে মঙ্গল বার্তা নিয়ে মঙ্গল শোভাযাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *