মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুরাদনগর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সারাদেশে একসাথে সব থানায় সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইন হলরুম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে যুক্ত হন মুরাদনগর থানা। এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, দারোরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনিসহ থানার বিভিন্ন পুলিশ সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম