কুমিল্লার মুরাদনগরে দেড় কেজি গাঁজাসহ জুয়েল বাহার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জুয়েল বাহার (২৪) উপজেলার পাকদেওড়া গ্রামের হিরন বাহারের ছেলে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম ও এসআই কৃষ্ণ মোহন দেবনাথসহ সঙ্গীয় ফোর্স চন্দনাইল ঈদগা এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাগে থাকা দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল বাহারকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম