মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন ও পুরস্কার বিতরণ

কুমিল্লার মুরাদনগরে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মার্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু বিশ্বজিৎ সরকার ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইসমাইল হোসেন।
এ সময় আরো উপিস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমূখ।
প্রসঙ্গত, ১৭ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারত উপমহাদেশের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?