2:00 AM, 13 November, 2025

মুরাদনগরে গাঁজাসহ যুবক আটক

muradnagar cumilla 29-12-2021 pc2

কুমিল্লার মুরাদনগরে বিশ কেজি গাঁজাসহ স্বপন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩ টায় কোম্পানীগঞ্জ হাসান ব্রিক্সে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক বাঙ্গরা বাজার থানাধীন কৈশার গ্রামের সানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা- ব্রাক্ষণবাড়িয়া সড়কের হাছান ব্রিক্সের সামনে অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী স্বপন অজ্ঞাত মাদক কারবারীর কাছে চালানটি তুলে দিতে রোড়ের উপর অপেক্ষা করার সময় তাকে আটক করা হয়। ধৃত আসামী স্বপনের বিরুদ্ধে ব্রাক্ষণপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা রয়েছে।
মুরাদনগর থানা ওসি আবুল হাসিম বলেন, ‘মাদককে জিরো টলারেন্সে রাখতে মুরাদনগর থানা পুলিশ সর্বদা তৎপর। তারই ধারাবাহিকতায় কৌশলে স্বপনকে বিশ কেজি গাজাসহ আটক করেছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *