পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুই আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিশু জুই ওই এলাকার আব্দুল জব্বারের মেয়ে। সে বসুনিয়া পাড়ার নূরানী মাদ্রাসায় ২য় শ্রেনীতে পড়াশোনা করতো। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুই ও পাখি মনি (৬) নামে আরেক শিশুর সাথে বাড়ির পাশে তারা খেলা করছিলো। কোন একসময় সবার অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা চিৎকারের আওয়াজ পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু জুইকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম