কুমিল্লার মুরাদনগরে মায়ের সাথে মামার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শ্রাবন চন্দ্র মন্ডল নামে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামে ঘটেছে।
জানা যায়, উপজেলার মেলামচর গ্রামের সুমন চন্দ্র মন্ডলের দুই বছরের শিশু ছেলে মা সম্পা রাণী মন্ডলের সাথে মামার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে খেলাধূলার এক পর্যায়ে সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। কয়েক ঘন্টা পর পরিবারের লোকজন তার মৃত দেহ পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। দুই বছরের শিশু সন্তানকে হারিয়ে মা, বাবা ও মামার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম