11:06 PM, 12 November, 2025

মুরাদনগরে সম্মুখ সারির ৯ করোনা যোদ্ধাকে সম্মাননা প্রদান

muradnagar,cumilla. 29-08-2021 pc-1

করোনা মহামারিতে ঝুঁকি নিয়ে কুমিল্লার মুরাদনগরে করোনায় আক্রান্তদের বিশেষ সেবা দিয়ে পাশে থাকায় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের ৯জনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ব্যাক্তিগত তহবিল হতে প্রত্যেককে চার হাজার টাকা ও সম্মাননা সনদ প্রদান করেন।
রোববার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি প্রধান অতিথি হিসাবে ৯জনের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তরা হলেন, উপজেলার ধামঘর ইউনিয়নের পরিবার কল্যান পরিদর্শিকা লাভলী আক্তার, যাত্রাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: ফরহাদ মোস্তফা, আকবপুর ইউনিয়নের পরিবার কল্যান সহকারি শায়েস্তা বেগম, সুরানন্দী কমিউনিটি কিøনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো: জসীম উদ্দিন, ছালিয়াকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারি মাসুমা খাতুন, শ্রীকাইল ইউনিয়নের সহকারি স্বাস্থ্য পরিদর্শক কৃষ্ণপদ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বিনয় কৃষ্ণ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ফারজানা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারহান ইমতিয়াজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নাজমুল আলম, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *