1:39 AM, 13 November, 2025

মুরাদনগরে ফ্রী অক্সিজেন সেবা টিমকে অক্সিজেন সিলিন্ডার দিলেন যুবলীগ নেতা

06-08-2021 pc

কুমিল্লার মুরাদনগরে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ফ্রী অক্সিজেন সেবা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র আহবানে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ জামাল হোসেনের  নিজস্ব অর্থায়নে মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা আওয়ামী যুবলীগ কর্তৃক গঠিত ‘ফ্রী অক্সিজেন সেবা টিম’কে মোট ৯টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা যুবলীগের অফিস কক্ষে অক্সিজেন সিলিন্ডার গুলো গ্রহন করেন ফ্রী অক্সিজেন সেবা টিমের সমন্বয়ক মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন।
মোহাম্মদ ইসমাইল মুঠোফোনে জানান, বর্তমানে মুরাদনগরে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ তাই করোনা আক্রান্ত রোগীদের তাৎক্ষনিক বাড়ী বাড়ী গিয়ে ফ্রী অক্সিজেন সেবা নিশ্চিত করতে মুরাদনগর ও বাঙ্গরা বাজার যুবলীগের ফ্রী অক্সিজেন সেবা টিম কাজ করবে। যুবলীগের এই মহৎ উদ্যোগকে আরো উৎসাহিত করতে আমি তাদের পাশে রয়েছি। যে কোন প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে থাকব।
ফ্রী অক্সিজেন সেবা টিমের সমন্বয়ক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন বলেন, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এর পরামর্শ নিয়ে অক্সিজেন স্যাচুরেশন লেবেল চেক করে আমরা ফ্রী অক্সিজেন সেবা রোগীর বাড়ী গিয়ে নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, জামাল হোসেন, হানিফ সরকার, মুরাদনগর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *