3:30 AM, 13 November, 2025

মুরাদনগরে করোনায় মৃত ব্যাক্তির লাশ দাফন করল যুবলীগ

02-08-2021 pc1

কুমিল্লার মুরাদনগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যাক্তির দাফন সম্পন্ন করেছেন মুরাদনগর উপজেলা যুবলীগের ১১ সদস্য বিশিষ্ট একটি সেচ্ছাসেবক টিম।
রবিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের খুরুইল গ্রামের সৈয়দ আহমেদ মুন্সি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। মৃত ব্যক্তির দাফন কাজে এলাকার কেউ এগিয়ে আসেনি। পরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিনের নেতৃত্বে গঠিত যুবলীগের সেচ্ছাসেবক টিম ধর্মীয় নিয়মানুযায়ী ওই ব্যাক্তির লাশ দাফন করেন।
যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন বলেন, আমরা লক্ষ্য করেছি করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী কাউকে দাফনে নিজ পরিবারসহ আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসে না। তাই আমরা মাননীয় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন মহোদয়ের নির্দেশে গত বছর থেকেই ১১ সদস্য বিশিষ্ট একটি সেচ্ছাসেবক টিম এ মানবিক কাজ করে আসছি। তার-ই ধারাবাহিকতায় আমরা আজকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সৈয়দ আহমেদ মুন্সির দাফন সম্পন্ন করেছি। আমাদের একটি হট-লাইন নাম্বার রয়েছে। এই নাম্বারে (০১৭১৮৫২৯৪০৪) ফোন করলেই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যাক্তিকে ধর্মীয় নিয়ম অনুযায়ী আমরা দাফন কার্য সম্পন্ন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *