বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কুমিল্লার মুরাদনগরে প্যারাসিটামল গ্রুপের ঔষধ ও এন্টিবায়োটিক ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে চরম বিপাকে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা। চাহিদা অনুযায়ী ঔষধ না পেয়ে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।
সরেজমিনে দেখা যায়, মুরাদনগর উপজেলার সর্ববৃহৎ বাজার কোম্পানীগঞ্জ, উপজেলা সদর, বাঙ্গরাবাজার, রামচন্দ্রপুর বাজার, মেটংঘর, শ্রীকাইল, গাজীরহাট, বিষ্ণুপুর, বাখরাবাদ, ছালিয়াকান্দিসহ সকল বাজারে নামীদামী কোম্পানী গুলোর প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন, সেফিক্সিম, সেফুরক্সিম, ফেক্সোফেনাডিন ও মন্টিলুকাস্ট গ্রুপের ঔষধের সংকট দেখা যায়। মহামারীর এসময়ে ঔষধ সংকটের কারনে ভোক্তারা ফার্মেসী মালিকদের দোষারোপ করলেও অনুসন্ধানে চোখে পড়ে ভিন্ন চিত্র। হঠাৎ করে মানুষের জ্বর, ঠান্ডা,কাশিতে আক্রান্ত হয়ে অসুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় স্বাভাবিকের তুলনায় সরবরাহের তিন থেকে চার গুন বৃদ্ধি পেয়েছে এসব ঔষধের চাহিদা। তাই চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় বাজারে এসব ঔষধের সংকট দেখা দিয়েছে। কিছু কিছু ফার্মেসীতে অল্প পরিমাণ ঔষধ পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে বেশি দামে।
মুরাদনগর বাজারের সুলতান ফার্মেসীর কর্ণধার মামুনুর রহমান জানান, করোনা সংক্রমণের পাশাপাশি সাধারণ জ্বরের জন্যও প্যারাসিটামল জাতীয় ঔষধের খোঁজ করছেন বেশিরভাগ মানুষ। অপ্রয়োজনে অতিরিক্ত ওষুধ কেনায় বাজারে এসব ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন অনেকে।
মহসিন ফার্মেসীর কর্ণধার মোঃ মহসিন জানান, এসব গ্রুপের ঔষধের চাহিদা কয়েকগুন বেড়ে যাওয়ার কারণে আমরা কোম্পানী থেকে মাল পাচ্ছি না তাই এ সংকট দেখা দিয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং রিপ্রেজেন্টিভ শাহাদাত আলী ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মোশাররফ হোসেন জানান স্বাভাবিকের তুলনায় মার্কেটে ঔষধের চাহিদা দশগুন বেড়ে গেছে সে অনুযায়ী কোম্পানীর উৎপাদন বাড়েনি। তাই চাহিদামত ঔষধ দেয়া যাচ্ছে না।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম বলেন বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। ব্যাপারটা খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, করোনার এই প্রকোপের সময় এসব ঔষধের সরবরাহ কম থাকা মোটেও কাম্য নয়। সংশ্লিষ্টদের কথা বলে ঔষধের সংকট সমাধানে সকলের সহযোগিতা চাওয়া হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম