অধ্যাপক আলী আশরাফ এমপি আর নেই

কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা অধ্যাপক আলী আশরাফ এমপি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শুক্রবার (৩০ জুলাই) ৩ টা ৩০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনায় নেমে আসে শোকের ছায়া।
আলী আশরাফ ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৫ বার এমপি নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র হিসেবে ১ বার এবং আওয়ামী লীগ থেকে ৪ বার জয়ী হন।
২০০০ সালে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শনিবার বেলা ১১টায় তাঁর নির্বাচনী এলাকা চান্দিনা উপজেলা সদরের মহিলা কলেজ মাঠ, বাদ জোহর উপজেলার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠ এবং সর্বশেষ বাদ আসর তাঁর নিজ বাড়ি গল্লাই গ্রামে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।
