9:53 PM, 12 November, 2025

ক্ষুধার তাড়নায় থানায় হাজির তিন বেদে পরিবার!

muradnagar cumilla 20-07-2021 pc1

ঘরে খাবার নেই সহযোগীতা চাইতে থানায় হাজির তিনটি বেদে পরিবার। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ওই তিনটি বেদে পরিবারের লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান।
মঙ্গলবার বিকেলে মুরাদনগর থানা কমপ্লেক্সের ভিতর ওই তিনটি বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, সকাল থেকেই কাউকে কিছু না বলে ক্ষুধার তাড়নায় তিনটি বেদে পরিবার থানা কমপ্লেক্সের ভিতর বসে ছিলো। বিষয়টি আমার নজরে আসার পর তাদের সাথে আমি কথা বলি। পরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের বাবার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই তিনটি বেদে পরিবারের লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *