রজার ফেদেরারের নতুন রেকর্ড

উইম্বলডনে দুরন্ত ছন্দে রয়েছেন রজার ফেদেরার। আসরের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেন রজার ফেদেরার। ক্যামেরুন নরিকে ৩-১ সেটে হারিয়েছেন এই সুইস তারকা। এ ছাড়া জয় পেয়েছেন জার্মানির অ্যালেকজান্ডার জভেরেভ। আর নারী এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন অ্যাঞ্জেলিক কেরবার।
আসরের ২৯তম বাছাইয়ে নরির মুখোমুখি হন ফেদেরার। প্রথম দুই সেটে সুইস কিংবদন্তির সামনে পাত্তাই পাননি ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। যদিও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন সেট। চতুর্থ সেটে আর কোনো অঘটন হয়নি। ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন ফেদেরার।
আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে প্রথম সেটে হেরে যান জভেরেভ। তবে পরের তিন সেট জিতে নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো উইম্বলডনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন জার্মান জভেরেভ। এ নিয়ে ১৮ বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন রজার ফেদেরার। আর মোট ৬৯ বারের মতো গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। এটাই এই তারকার নতুন রেকর্ড।
