8:01 AM, 13 November, 2025

মুরাদনগরে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন

muradnagar, comilla 11-06-2021 pc

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খুরুইল আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানকে সভাপতি, কুড়াখাল করুন্ডি দাখিল মাদরাসার সুপার আ ন ম জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও ভবানীপুর দাখিল মাদরাসার সুপার আবু মুসা তানিমকে সাংঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বামাশিকফো’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজিয়াতল দাখিল মাদরাসার সুপার মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামাশিকফো’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) দেবিদ্বার ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নবীয়াবাদ আঃ ওয়াদুদ সরকার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ রফিকুল ইসলাম । এসময় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষকগণও উপস্থিত ছিলেন।
সভায় মুরাদনগরের সকল নেতবৃন্দ ও শিক্ষকগণ বামাশিফোতে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং শতভাগ উৎসব ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *