5:07 AM, 13 November, 2025

 সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

IMG_20210520_113322
 দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেবীগঞ্জ প্রেসক্লাব ও দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার (২০মে) সকাল এগারোটায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এশিয়া হাইওয়ে রাস্তার  সামনে দেবীগঞ্জ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের  আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয় ।
মানববন্ধনে দেবীগঞ্জ  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফ, দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আসক এর  উপজেলা সভাপতি লিটন প্রধান, কবি ও সাহিত্য পরিষদের সভাপতি রহিদ শফিকি মিন্টুসহ গণমাধ্যম কর্মিরা।
এসময় মানববন্ধনে  উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *