
মহামারি করোনায় লকডাউনের কারনে অনেকদিন দোকানপাট বন্ধ থাকায় রোজার শেষ মুহূর্তে কুমিল্লার মুরাদনগরে জমে উঠেছে ঈদ বাজার। শিশু থেকে শুরু করে সব বয়সীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মুরাদনগরের বিপণি বিতান ও মার্কেট এলাকা। ক্রেতাদের উপচে পড়া ভিড় হওয়ায় দম ফেলার ফুসরত নেই বিক্রেতাদের। কেনাকাটা নিয়ে ব্যস্ততার মধ্যে ক্রেতা-বিক্রেতারা যেন ভুলে গেছেন করোনার সংক্রমণ।
করোনার কারণে এবারের ঈদ বাজারের চিত্র একেবারে ভিন্ন। কোনো বিশেষ নামের পোশাকের প্রতি আগ্রহে ভাটা পড়েছে ক্রেতাদের। বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মুখে কিছুটা হলেও মাস্ক ব্যবহার দেখা গেলেও নেই স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই। উপজেলার বিভিন্ন এলাকার পরিধেয় কাপড়ের দোকান ও শপিংমল গুলোতে এখন শোভা পাচ্ছে নানান ধরনের দেশি-বিদেশি শাড়ি ও থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ শিশুদের নানা ধরনের পোশাকের সমাহার। দামে কারো হাত নেই বলে পছন্দ হলেই পোশাক কিনছেন যে যার সামর্থ্য মতো। করোনার প্রভাবে বিগত দিনের মতো এ বছর বেচাকেনা কিছুটা কম জানালেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই প্রচন্ড গরম আর রোদ উপেক্ষা করে মার্কেটমুখী ক্রেতাদের চাপ বাড়তে থাকে। তবে করোনায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় আগের মত ঈদ কেনাকাটায় ক্রেতাদের চাপ না থাকলেও করোনাকাল হিসাবে মোটামুটি বিক্রি হচ্ছে।
মুরাদনগর নিউ মার্কেটের দয়াময় বস্ত্রালয়ের স্বত্বাধিকারী রঞ্জিত দেবনাথ বলেন, ‘ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের চাপ বাড়ছে। এ বছর রোজার প্রথম দিকে লকডাউনের কারনে মার্কেট বন্ধ থাকায় শেষের এ সময়টায় মোটামুটি বিক্রি হচ্ছে। আশা করছি ঈদের আগে চাঁদ রাতে ভাল বিক্রি হবে।’
আরেক ব্যবসায়ী কাজী আবুল কালাম বলেন, ‘গত বছরের চেয়ে এবার বেচাকেনা খারাপ। মার্কেটে মানুষ আসছে, কিন্তু বেচাকেনা কম। কিনতে আসছেন একজন, কিন্তু সঙ্গে চার-পাঁচজন করে আসছেন।’
বাজার করতে আসা এক গৃহিণী জানান, করোনার কারনে তেমন বাজার করছিনা। তার পরও বাচ্চাদের আর শ্বশুর শ্বাশুরির জন্য কিছু কেনাকাটা করেছি।
এ বিষয়ে মুরাদনগর বাজার কমিটির সভাপতি ও মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, সকল ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে এর ব্যতয় ঘটলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম