প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০১৯, ২:১৫ পি.এম
কমলগঞ্জ থেকে এক জীবিত নবজাতক উদ্ধার

মোঃ শাহিন আহমেদ বিশেষ প্রতিনিধি মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের জনকিছড়া থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) ভোর ৬ টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মধ্যবর্তী জনকিছড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশ জানায়, ওই এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল রোডের পাশে এক নবজাতক মেয়ে শিশুকে পড়ে থাকতে দেখেন এক পথচারী। সে খবর দিলে ঘটনাস্থল থেকে নবজাতক শিশুকে উদ্ধার করে পুলিশ। পরে ওই শিশুটিকে শ্রীমঙ্গল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
কমলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন দাস জানান, শিশুটি বর্তমানে চিকিৎসারত অবস্থায় রয়েছে। কিন্তু নবজাতকের বাবা-মায়ের কোনো পরিচয় পাওয়া যায়নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম