মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম ইন্ডি মেম্ফিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের দল বাংলা ফাইভের গান ‘মনে করো’র মিউজিক ভিডিও। এ উৎসবে চলচ্চিত্রের পাশাপাশি প্রদর্শিত হয় মিউজিক ভিডিও পার্টি। এতে এবার নির্বাচিত হয়েছে তিন দেশের মিউজিক ভিডিও।
বাংলা ফাইভের ‘মনে করো’র পাশাপাশি এবার উৎসবে প্রদর্শিত হবে জার্মান শিল্পী ইলেক্ট্রো হাফিজের মিউজিক ভিডিও ‘লুবোডিস্কো’ ও রুশ ব্যান্ড লিটল বিগের ‘ফারাদেজা’।
আজ ৩ নভেম্বর, রবিবার রাত ৯ টায় চলচ্চিত্র উৎসবটির ভ্যানু ব্ল্যাক লজ-এ বাংলা ফাইভের ‘মনে করো’ (ইমাজিন) প্রদর্শিত হবে।
বাংলা ফাইভের প্রথম অ্যালবান কনফিউশান-এ প্রকাশিত হয় ‘মনে করো’ গানটি। এর মিউজিক ভিডিও প্রচারিত হওয়ার পর দেশজুড়েই সঙ্গীতামোদীদের নজর কেড়ে নেয়। এটি লিখেছেন ও সুর করেছেন সিনা হাসান। গানটির সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ছিলেন অনিক আহম্মেদ।
মিউজিক ভিডিওটির পরিচালক কারিশমা চৌধুরী। এর চিত্রগ্রহণে ছিলেন অমিত আশরাফ, আর প্রযোজক হিমেল তারিক। মূল একটি চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী ও মডেল উপমা।
ব্যতিক্রম ধারার বাংলাদেশি ব্যান্ড বাংলা ফাইভ ক’বছর আগে তাদের প্রথম স্বাধীন অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ প্রকাশ করে। সে অ্যালবামের ‘লেফট রাইট’, ‘লাস্ট বেঞ্চ’, ‘আমি ছুটে যাই’ গানগুলো সমালোচক মহলে ব্যাপক আলোড়ন তৈরি করে।
এরপর বছর দুয়েক ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিনা হাসানের নেতৃত্বে গড়ে উঠতে থাকে ব্যান্ডটি। এর অন্য সদস্যরা হলেন গিটারিস্ট আহনাফ অনিক, বেজিস্ট রাফিন মাহমুদ ও ড্রামার আদনান রুশদী।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম