প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০১৯, ৯:০৭ পি.এম
বার্সার জয়ের দিনে জুভেন্টাসের ড্র

মোঃ আলী আকবর রনী
ক্রীড়া প্রতিবেদকঃ
চ্যাম্পিয়ন্সলিগের কোয়াটার ফাইনালে গত রাতে নামে বার্সালোনা ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটের বিরুদ্ধে। ম্যানইউ আতির্থ দেয় বার্সাকে নিজ মাঠে, কিন্তু আত্নঘাতী গোলে তাদের ইউসিল এর কোয়াটার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হারতে হয় স্প্যানিস জায়ান্ট বার্সালোনার কাছে।
বার্সালোনা কোয়াটার ফাইনালের প্রথম লেগ খেলেতে যায় ম্যান ইউ এর ঘরের মাঠে। খেলার শুরু থেকেই ম্যানইউ রক্ষনান্তক ভঙ্গিতে খেলতে থাকে। খেলার ১২ মিনিটের মাথায় মেসির একক পচেষ্টায় ডিবক্স থেকে আরাআরি ভাবে বাড়িয়ে দেয়া বলে সুয়ারেজ হেড করলে ম্যানইউ ডিফেন্ডার ‘লুক স‘ এর শরীরে লেগে গোলবার অতিক্রম করে। বার্সা ১-০ গোলে এগিয়ে যায়। এরপর বার্সার একের পর এক আক্রমন করে ম্যান ইউ এর গোলপোষ্টে কিন্তু ম্যানইউএর স্প্যানিস গোলকিপারএর একক প্রচেষ্টায় কয়েকটি নিশ্চিত গোল নৎসাত করে দেন। ম্যানইউ এদিন বার্সার কাছ থেকে সব দিক থেকে পিছিয়ে ছিল। দ্বিতীয়আর্ধে ম্যানইউ কয়েকটি আক্রমন করে কিন্তু বার্সার ডিফেন্ডার ও গোলকীপার এর দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায়, স্প্যানিস ক্লাব বার্সালোনা ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
রাতের অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস মুখোমুখি হয় নেদারল্যান্ড ক্লাব এ্যাজাক্স এর বিপেক্ষ। তারকা ভরপুর জুভেন্টাস এ্যাজাক্সের বিপক্ষে একপ্রকার সবদিক থেকেই পিছিয়ে ছিল। এ্যাজাক্সের গতির কাছে বার বার খেই হারিয়ে ফেলছিল জুভেন্টাস। খেলার ৪৫ মিনিটের মাথায় জুভেন্টাসের একটি কাউন্টার এ্যাটাকের পূর্তগাল তারকা রোনাল্ড এর অসাধারণ এক হেডের গোলে জুভেন্টাস এগিয়ে যায়। কিন্তু এ্যাজাক্স ঠিক এক মিনিট পরেই
এ্যাজাক্সের ব্রাজিলিয়ান খেলোয়ার ডেভিড নারেস মধ্যমাঠ থেকে পাওয়া বলে একক প্রচেষ্টায় ডি-বক্সের ভিতর থেকে দর্শনীয় গোল করে সমতায় ফেরান। নির্ধারীত সময়ে কোন দলই আর কোন গোল করতে না পারায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম